রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামে এই ধরাধরে দিধী অপস্থিত।
ধামুড়া আগৈলঝাড়া সঢ়কের বেলুহার গ্রামে যে কোন যানবাহনের মাধ্যমে দিঘীর পাশে এসে নামা যাবে।
রত্নপুর ইউনিয়নের ধামুড়া আগৈলঝাড়া সড়কের বেলুহার গ্রামের কাজীহাট, বারজাহাজার ও রত্নপুর দিকে থেকে যে রাস্তা এসে মিলিত হয়েছে তাহার ঠিক দক্ষিণ পাশে দিঘীটি অবস্থিত।
রত্নপুর ইউনিয়নের মধ্যে বেলুহার গ্রামের ওয়াপদা রাস্তার পশ্চিম পাশে এই দিঘীটি বহু পুরাতন একটি দিঘী। লোকমুখে শোনা যায় যে এই দিঘীটি নাকি মুঘল সম্রাজ্য আমলে খনন করা হয়েছে। দিঘীটি প্রায় ১০ একর সম্পত্তির নিয়ে বিস্তৃত। বর্তমানে দিঘীটি উপজেলা নির্বাহী কর্মকতার মাধ্যমে লোকজন লিজ নিয়ে মাছ চাষ করা হয় এবং প্রতি বছর মাছ ধরার জন্য টিকিটের মাধ্যমে বড়শী দিয়ে মাছ ধরার আয়োজন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস